অতীতে রেখে আসা সময় গুলো স্মৃতি নয়;ভালোবাসা,
কোনো এক বৈরী কুয়াশার তীব্র কাঁপুনিতে তোমাকে দেখেছিলাম,
ভুলকে ভুলে সত্যকে হাতিয়ার বানিয়ে প্রথমবারের মতো তোমার প্রেমে পড়েছিলাম,
এখন তো এসব আমার চোখের বিভব;জমে থাকা প্রথম প্রেমের পিপাসা।
মাঝে-মাঝে আমার মনে হয়,
ফেলে আসা মনোসরণির শেওলা রঙের ভালোবাসা গুলো ইরাকাসের পাখার মতো ছিলো,
ভবিষ্যৎ গড়ালে,একটু সময়ের ত্যাজ লাগলে যেনো গলে যায়,
কার্নিশে বেঁচে থাকা স্মৃতি গুলো আন্দোলিত হয়ে পুনরায় আমার ধারণাকে ভুল প্রমাণ করে।


আসলেই কিন্তু সত্যি,
আমার তীব্র আবেগ ইরাকাসের পাখার মতো বিস্মৃতিকে ভালোবাসা দাবি করলেও,
তা সব ছিলো কুহকজালে ভেসে বেড়ানো কিশোর পাগলামি।
নিক্রপলিসের আঘাতে নষ্ট হয়ে ভালোবাসা আর ভালোবাসা থাকেনি,
হলো তা বিস্মৃতির পিপাসা।