বলে দিয়েছি তার চোখে;ভালোবাসি,
প্রকাশিত অনুভূতিকে অপরাধ মনে করে;সে,
দূরে ঠেলে দিয়েছে আমার অফুরন্ত প্রেমকে,
দূর থেকে দেখে বাঁচি।
এই নক্ষত্র ভরা আকাশকে সাক্ষী রেখে খোলা প্রান্তরে,
হাঁক ছেড়ে বলছি,
ওই চোখ দুটো কে ভালোবাসি।
ভালোবাসি তার উপেক্ষা কে,
ভালোবাসি তার হেঁয়ালিকে,
তার যতো আনমনে ছেলেমানুষী সবকিছুকে-ই ভালোবাসি।
আমার প্রেমের উল্লাসের বিপ্লবী মনকে আরো প্রশ্রয় দিয় তাকে ভালোবাসার,
দূর থেকে চেয়ে দেখে তারে,
শূন্যতাকে ভর করে বাঁচি।
এই দুর্ভিক্ষের আঁচড়ে নষ্ট হয়ে যাওয়া পৃথিবীকে পুনরায় বলতেছি,
আমার বুকে জন্ম নেওয়া শপথকে ঠোঁটে এনে নাগরা বাজিয়ে হাঁক দিচ্ছি,
আমি তারে আজন্মকাল ভালোবাসি।
আমি তারে আমৃত্যু ভালোবাসি।