কিছু কথা চাপা পড়ে যায় সময়ের তাড়নায়,
কখনো তা হবে না বলা,
এই উদ্দেশ্যহীন পথে আমাদের একা পথ চলা।
কিছু অনুভূতি থেকেও পাবে কখনো প্রকাশ,
নিশীথে অম্বর কাঁদবে সময়-অসময়ে,
তবুও বলা হবে না মনে গোপন আঁশ।
কখনো বা হবে আমার একসাথে পথচলা,
ধরতে গিয়েও হাতের আঙ্গুল,
কোনো এক বাধাই ধরা হবেনা।
কোনো একদিন হবে আমাদের মুখোমুখি দেখা,
বুকের প্রেম বন্দনা চাঁপা পড়ে যাবে স্মৃতির পৃষ্ঠাতে,
কভুও আর প্রকাশ পাবেনা।