সুখ পাইনা, দুঃখ পাই,
থাকি দুঃখের কাছাকাছি।
অবিরত দুঃখকে ভালবেসে,
এই আমি বেশ আছি!


দুঃখ পেতে নেই চেষ্টা,
নেই কসরত;সুখের জন্য যতো।
দুঃখকে বন্ধু মানি ,
এই আমি প্রতিনিয়ত।


প্রতিদিন নতুন নতুন সুখ-স্বপ্ন দেখি,
স্বপ্নগুলো আবার মরে।
স্বপ্নের জন্ম-মৃত্যুর খেলা দেখি,
অলস অবসরে।


যতোটা পথ হেঁটে এসে তোমায় পেয়েছি,
ততোটা পথ হাঁটতে হবে নতুন কারো খোঁজে,
নতুন কেউ কি নতুন জামা,
পেয়ে যাবো সহজে!


রচনাকাল:
লন্ডন
রাত ২:৫০
২০ মার্চ ২০১৮