আজ থেকে হাতে হাত রাখা শেষ,
আজ থেকে শুরু কথা না বলা,
এক দশকের ভালবাসার আজ হলো অবশেষ;
আজ থেকে শুরু একলা পথ চলা।


আজ থেকে শেষ ভালবাসাবাসি,
আজ থেকে শেষ কাছে আসা-আসি,
আজ থেকে শেষ নিবিঢ় আনন্দ।


আজ থেকে আমাদের মুখ দেখাদেখি শেষ,
আজ থেকে হলো তোমার জন্য আমার;
আর আমার জন্য তোমার জানালা বন্ধ।


আজ থেকে আর কোন অভিযোগ নেই,
নেই কান্নায় কান্নায় করুন কাহিনী নির্মাণ,
আজ থেকে কোন অনুযোগও নেই;
নেই জীবনের পরতে পরতে সহস্র অভিমান।


আজ থেকে নেই কারো বুক ভাংগা কষ্ট।
পনচায়েতের মতো হররোজ
জেরার শুনানী নেই-
নির্ণয়ে কে সঠিক আর কে পথ ভ্রষ্ট।


আজ থেকে আমি দূরে, অনেক দূরে
কোথাও পাবে না খুঁজে যার সন্ধান।
গভীর নিশীথে যদি মনে পড়ে
অশ্রুজলে কয়েকটি পদ্য লিখে দিও;
এক দশকের প্রেমের প্রতিদান।


আজ থেকে আমি দূরে, অনেক দূরে
কোথাও পাবে না খুঁজে তার সন্ধান।


আজ থেকে তুমি মুক্ত,
মুক্ত বিহংগ, যেথায় ইচ্ছা যাও উড়ে,
তুমি স্বাধীন।
অশ্রু আকরে লেখা আমার এ কবিতাখানি
বিনিময়ে তোমার এক দশকের প্রেমের ঋন।


আজ থেকে তুমি মুক্ত বিহংগ, যেথায় ইচ্ছা যাও উড়ে, তুমি স্বাধীন।
কেনইবা রবে, কেন পড়ে রবে-
আমার এ তুচ্ছ প্রেমে- তুমি অন্তরীণ?



রচনাকাল:
লন্ডন
১৯ মার্চ ২০১৮