যাবে? এসো!  
জানালার পর্দা সরিয়ে দ্যাখো কী অপূর্ব সমীরণ পড়ন্ত এ বিকেলের পেলব পৃষ্ঠ জুড়ে।
এসো, এ মাহেন্দ্রক্ষণে,পৃথিবীর সবচেয়ে রোমান্টিক পরিবহন রিক্সায় চড়ে আমরা ঘুরে বেড়াই অজানা অচেনা সড়ক ধরে। চালকের অপটুতায়, রাস্তার সমস্ত খাদা-খন্দকগুলো হয়ে যাক আমাদের গোপন ইচ্ছাপূরণের নিয়ামক!
লোডশেডিংটা দীর্ঘ হোক যতটা সম্ভব; আমি তোমার তপ্ত নি:শ্বাসের ঘ্রাণে বিভোর হতে চাই।


যাবে? এসো!
ঘন্টার চুক্তিতে ভাড়া করা রিক্সায় আজ চষে বেড়াবো টি এস সি থেকে এলিফ্যান্ট রোড হয়ে দারুণ আলো-ছায়াময় ধানমন্ডির অলি গলি বাঁক।
এক টুকরো ছাঊনীর নীচে ফিসফিসিয়ে করবো নিষিদ্ধ সংলাপ।
কত যে আনন্দ লাগে প্রশয়ের আশ্লেষে তোমার ওই মিথ্যা শাসন-
"উঁ হুঁ, আর না, আজ এ পর্যন্ত থাক!"


কী পরে আসবে? নীল?
নীলে যে তোমাকে কী অপূর্ব সুন্দর লাগে বুঝাতে পারবো না। মনে হয় একটি অপ্সরী যেন নেমে এসেছে এ ধরায়! তোমার নেশাধরা নীল আমাকে কবি বানিয়ে দেয়। আমি আপন মনে বলতে থাকি:
আমি ভালবাসি নীলাকাশ....
.......মিষ্টি মিহিন নীল
নীলান্জনায় হারায় আমার মন...
আহা....জীবন কী স্বপ্নীল!


যাবে? এসো!


লন্ডন
২৯ মার্চ ২০১৮