যেখানে আমি থাকি, মদ্ধ্য ভারতের ছত্রিসগড় প্রদেশের দুর্গ শহরে । দুর্গ জেলা শহর যেখানে পৃথিবীর অন্যতম বৃহৎ ইস্পাত কারখানা রয়েছে, ভিলাই স্টিল প্লান্ট। আমাদের শহর এই সময়ে ভীষন ভাবে করোনা সংকটের সম্মুখীন। আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন নিশ্চয়ই। এই পরিস্থিতি মনে রেখে আজকের এই কবিতা।


নুতন সালের চৌকাঠে আজ
দাঁড়িয়ে আছি ভাই ;
জীবন হলো এবার যেন
একটি মুঠোয় ছাই।


মন বলে আজ, "মল" নয় আর
এবার মোরা হাসপাতাল চাই,
গাড়ি নয় বা এসি নয় ,
একটা যদি ভেন্টিলেটর পাই।


এই সুযোগে এবার যদি
নিজেকে একটু বুঝতে শিখি;
আপন জনের শীতল পাটি
আগেও তুমি জানতে নাকি!


মোড়ের মাথায় মধুশালা নয়,
সবখানে যেন পাঠশালা হয়।
নিওন আলো নাই বা হোলো
আগে জ্ঞানের প্রদীপ জ্বালো।


ডুব দে এবার মন সাগরে,
কুম্ভ পাবি হৃদ্ গাগরে।
সাস্থ সেবা ঘরে ঘরে,
বিলাসিতা সবার পরে।


দুর্গাপূজা ঈদ মোহররম
ক্রিকেট খেলা, কুম্ভ মেলা,
সব ই হবে, সব ই হবে;
শিক্ষা স্বাস্থ্য সবার আগে।


              শুভেন্দু বাগচী
              ১৭.০৪.২০২১.