গ্রামের নামটি চুরুলিয়া
অজয় নদের ধারে,
বিদ্রোহী কবি জন্ম নিলেন
গরীব চাষির ঘরে।


ধন্য জেলা বর্ধমান
ধন্য চুরুলিয়া
এই গ্রামেতে জন্মেছিলেন
মোদের দুখু মিঞা।


বাল্যকালে লেটোর দলে
গাইতেন তিনি গান
কিশোর কালে ব্রিটিশ সেনাদলে
করেন যোগদান।


ভারতের মান রাখিবারে
দিলেন চাকরি ছেড়ে,
পৌঁছে দিলেন বিদ্রোহের গান
ব্রিটিশ দরবারে।