হে ঈশ্বর তুমি করো সকলকে জীবন দান,
তাইতো নিখিলে রয়েছে প্রাণ।
ঈশ্বর তোমার আছে জগতের প্রতি প্রেম-ভালবাসা,
তাই তোমার প্রতি রয়েছে আমাদের আশা।
সূর্যদেব সুপ্রভাতে আকাশে উদয় হয়,
তাতে সমস্ত জগৎ আলোকিত হয়।
পাতাল থেকে উদয় হয়েছেন বাবা মহেশ্বর,
তাই তাঁর নাম হয়েছে বাবা পাতালেশ্বর।


গোপাল তোমার কৃষ্ণ থেকে কৃষ্ণেন্দু শতাধিক নাম,
তাইতো মানুষ ছুটে যায় বৃন্দাবন ধাম।
এই বিশ্বে জন্মেছেন কৃষ্ণাবতার রাম,
আমারা সকলে জানাই তাকে প্রণাম।
কার্তিকের অমাবস্যায় দেবী-কালী হন বহুদীপে সজ্জিতা,
তাই মাসের এই তিথিকে বলা হয় দীপান্বিতা।