আসা যাওয়ার পথের ধারে
ফুটল যত রঙীন কুসুম,
একটি ফুলও তুলিনি আমি
কোন ব্যথার হয়নি নমন।


জন্ম হতে জন্মান্তর
সবাই কর্ম করে যায়।
আশ্রিত কর্ম, সঞ্চিত কর্ম,
প্রারব্ধরূপে ধায়।


কর্ম শেষে ক্লান্ত বেশে
আজকে ভাবি কি করিলাম!
ভাবনা কেন, জানবে পরে,
তোমার কাজের কি পরিণাম।


কোথাও গিয়ে রক্ষা নাই
কর্মফল যাবে পিছে।
চাও বা না চাও সম্মুখ কর্ম বিনা
আর সবই মিছে।