কোপাই নদীর আঞ্চলিক নাম কুয়ে,
তার মাথা পরেনি কখনও নুয়ে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু কবি-সাহিত্যিকদের স্মৃতিধন্য কুয়ে,
বীরভূম জেলার সুপ্রসিদ্ধ নদী কুয়ে বয়ে গেছে যে সকলের মন ছুঁয়ে।


প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির সম্মুখেই রয়েছে কুয়ে নদীর শাখা,
তাই সেখান থেকে দেখতে পাওয়া যায় নদীর প্রবাহমান রেখা।
খ্যাতি সম্পন্ন কুয়ে এইখানেই সীমাবদ্ধ শুধু নয়,
সমগ্র ভারত তথা বিশ্ব দরবারে দিয়েছে তার পরিচয়।


প্রাক্তন রাষ্ট্রপতির পিতা মণি-কর্ণিকা ঘাটে কুয়ে নদীর ধারে,
মহাত্মাজীর চিতাভষ্ম এনে রাখে যত্ন সহকারে।
সেই কারণে, পত্যেক বছর পালিত হয় ৩০শে জানুয়ারি,
এসো মোরা সকলে মহোৎবে স্মরণ করি।