হে প্রভু করো সকলের মঙ্গল,
তুমিই তো জগতের সম্বল।
হও মোদের সদা-সর্বদা সদয়,
তুমি তো জগতের করুণাময়।


অনেক গ্রহ-নক্ষত্রের মধ্যে এক গ্রহ মঙ্গল,
সেখানে প্রাণের সন্ধান করছে মানবজাতি অবিচল।
মঙ্গলের মৃত্তিকার রঙ লাল,
এইভাবেই পেরিয়েছে কোটি কোটি সাল।


কোন শুভ কর্মের ক্ষেত্রে বলা হয় হোক মঙ্গল,
যেন না ঘটে কোনরকম অমঙ্গল।
সকলে সুখে শান্তিতে থাকুক হে প্রভু,
অশুভ শক্তির প্রভাব না পরে কভু।