মা তুমি আসবে বলে সকলের মনে আনন্দ,
সকলে আশা করে আছে কবে যাবে এই বিশ্ব মহামারীর নিরানন্দ।
দূ:খ-বেদনা ভুলে জীবনের নতুন স্বপ্ন দেখা বাকি,
তাই তোমার আগমনের পদধ্বনির চিত্র আঁকি।
মা দুর্গা তুমি দুর্গা দুর্গতিনাশিনী,মহিষাসুরমর্দিনী,
শরতের শুভ্র মেঘে তোমার আগমনের বার্তা বহন করছে এই ধরনী।


তাই প্রকৃতিও মেতেছে মানবজাতির সঙ্গে আজ,
আকাশে বাতাসে গন্ধে ভরা দুর্গা পুজার সাজ।
মা তুমি আসবে বলে লাগলো মনে দোলা,
বহিছে জগতে অসংখ্য আনন্দের মেলা।
শিউলি-কাশফুল ফুটছে তোমার আগমনে,
তাই রয়েছি আমারা প্রতীক্ষায় প্রতি সনে।


শরৎ এলে মোরা তোমার মাহাত্ম্যের কথা বলি,
এসো মাগো পদ্ম তুলে দেব তোমার চরণে অঞ্জলি।
ঘরে ঘরে আনন্দে মেতে ওঠে সমস্ত বাঙালি,
খুশি নয় তারা, হয় যারা শুধু কাঙালী।
ক্ষুধার তাড়নায় আজ তারা অসহায়,
মা এই যন্ত্রণা যেন আর তাদের সইতে না হয়।


এই পৃথিবীতে ঘটছে নানা হাহাকার,
মা তুমি সেইসবের এসে করো তিরস্কার।
শরতে তোমার আগমন, তাই বাজলো ঢাকে কাঠি,
পুজোর সাজে উঠলো সেজে, আকাশ বাতাস মাটি।
মা তুমি এসো গনেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে,
মোরা বরন করবো তোমাদের পদ্ম দিয়ে।


বহিছে বাতাসে আগমনীর সুর, কাটবে সকল দুখ,
মঙ্গলময়ী জননী তুমি, মঙ্গল করে ফেরাও সবার হাসিমুখ।
মা তুমি আসবে নতুন রূপে নতুন সাজে,
তাইতো আগাম ঢাক-কাঁসর-ঘন্টা বাজে।
মা এবার আসতে করলে এত দেরি?
আগামী বর্ষে এসো যেন তাড়াতাড়ি।