পথ হতে হেঁটে যায় এক পথিক,
তার নেই যে কোনো পথের ঠিক।
পথ হারিয়ে পথিক এদিক ওদিক চায়,
যদি কাউকে পাশে খুঁজে পাওয়া যায়।


অনেক পথ হেঁটে এলো সে এগিয়ে,
বন্ধুত্বের বাড়ালো হাত মোর পানে চেয়ে।
বলে উঠলাম আমি; ওহে ভাই পথিক,
করোনা চিন্তা, পথ পাবে দেখো সঠিক।