সময় ভালো-মন্দ নিয়ে গড়া,
তাই নিয়ে সবকিছু বোঝাপড়া।
সময় যখন চলে মন্দ,
তখন সবই লাগে দ্বন্দ্ব।


এই সাল যেন অভিশপ্ত,
এর জন্য বহু মানুষ গৃহ পরিত্যক্ত।
এই বিশ সাল আসতেই বিদেশ থেকে এলো করোনা,
সকল মানবজাতির একটাই চিন্তা, এই ভাইরাস কেন যায় না?


এই ভাইরাসের সংক্রমণের ফলে অনেক হচ্ছে বলী,
ভাইরাস যেন বলছে,আমার লক্ষ থেকে যেন না টলি।
আবার সালের মাঝামাঝি সময়ে এলো ভয়ঙ্কর তুফান,
নাম নাকি  তার আমফান।


আমফানের পর এলো নিসর্গ ঝড়,
তাই যেন হৃদয় কম্পন হয় থরথর।
এই ঝড়গুলি কেরে নিল অসংখ্য প্রাণ,
তাই ভাবি কবে হবে এইসবের অবসান।