শৈশবের দিন গুলি আসবে না আর ফিরে,
আজ সেইগুলি রয়েছে স্মৃতিতে ঘিরে,
শৈশব পেরিয়েছে কারোর হাসি আনন্দে,
আবার, কিছু বাল্য শৈশবের দিন কেটেছে নিরানন্দে।
যাদের কষ্টের জীবন পার হয়েছে অতীতে,
তাদের আনন্দের দিন আসবে ভবিষ্যতে,
শৈশব জীবনে কেউ ছিল দুরন্ত,
তেমনি অনেকেই ছিল শান্ত।


দুষ্টুমিতে ভরা জীবন ছিল এই শিশুবেলা,
পূর্ণ স্বাধীনতায় কাটতো আনন্দের খেলা।
ছেলেবেলায় থাকে না কোন চিন্তাভাবনা,
সবাই শৈশবে পেলে খুশি খেলনা।
কখনোই ভোলা যাবে না সেই শৈশবের রঙিন দিন,
জীবনের স্মৃতিতে মোড়া থাকবে চিরকালীন।