কঠিন সে যে কঠিন - ঘুমের ঘোরে সরল
মুখাবে আলোক-রশ্মি রূপে অবাক সকল।
কঠিনের ভিতর শীতল আবেগ পলক দুটি চোখ ,
ভোরের আলোর শিশির যেন প্রাণ উদাসী মুখ।
কথার মাঝে আগুন ফুলকা- ঝনঝনানি স্বর,
এমন মেয়ে আর দেখিনি লোকান্তরে যুগযুগান্তর।।  


ভাবনা ধরে তাকে ঘিরে- শিশিরে  ভেজা ঘাস,
পর্বতমালায়  লতা-পাতায় আকাঙ্ক্ষারা দীর্ঘশ্বাস।
কঠিন লোহা পুড়ে গলে- জ্বলে জ্বলে ক্ষয় মোমদীপ,
সিন্ধুতীরে  প্রেমের ঘর বেঁধেছি- মনে বাসনা সুদীপ ।
জানি একদিন মঙ্গলশঙ্খ বাজবে মনে- দৃষ্টি নন্দন,
মনের সীমান্তে গৃহলক্ষ্মী  বাঁধবে চন্দনচর্চিত বন্ধন।।



রচনাকাল
২২-১২-২০১৮
ই উ  এই  ই