আজি শীতের আগমনী ভোরে
চাঁদর-কাঁতা গায়ে ওরে,  
নূপুর পায়ে চরণ ফেলে,
কপালে উড়ন্ত চুল দোলে
কে কুয়াশায় হাঁটিয়া যায়?
                   মৃদু বাতাস বইছে ছেড়ে
                   পথিক বিহীন পথের ধারে;
                    নিবিড় কুয়াশা অঙ্গে মেখে,
                    শিশির ভেজা রাস্তা দেখে;
                     রূপসী হাঁটছে খালি পায়।
আজি প্রভাত ভোরের রূপের আলো,
রূপসী কন্যার মন যে ভালো;
পূর্ব আকশে সূর্য হাসে,
চোখ দুটি তাঁর কুয়াশা ভাসে;
হৃদয়বন্ধু ওহে,পরাণ জুড়াইয়া যায়-  
                  দেখিতাম যদি তাঁর খাঁচার পাখি,
                  প্রেমের শিকলে বাঁধিতাম রাখি;
                   পিঞ্জরদ্বারে আকুল  হইয়া
                   প্রেম পূর্ণিমা দিতাম উড়াইয়া
             এমন অপ্সরী কন্যা আর দেখি নাই।


                    
                  
রচনাকাল
১১.১২.২০১৯
আবুধাবী।