আমি শব্দে সাজাই বাংলার মাটি কোমল বক্ষে আকুল প্রাণ,
তুমি ভারতে ও করো কাব্যের পরিপাটি রাখো বন্দিনীর মান।
বিচিত্র রঙের তুলিতে শিল্পী আঁকে মনের ছোঁয়ায় কারুকাজ,
যেথায় থাকো তুমি জীবন তাগিদে বাংলা যে মোদের তাজ।


প্রদীপ্ত ভাস্কর আমাদের সাহিত্যের গায়ে বসন্তের সন্ধ্যাকাশ
চুম্বন করি প্রাণের হরষে,স্বরে'র ধমনী গোধূলি-লিপিতে শ্বাস।
দিকদিগন্তে বসুন্ধরা সেজেছে সাহিত্যের আলোয় প্রাণের পুলকে,
তুমি পুঁথি লিখো কাব্য লিখো মনহরষে,খুকুমনির নাকের নোলকে।


হিমালয় সাজাও সবুজ বনানীতে,ফুলের তোড়ায় সমস্ত ভূলোকে,
পরশ মাখিয়ে দাও নব পুষ্পদলে,মহাসিন্ধুনীড়ে রূপের ঝলকে।
সুবর্ণ লেখায় লিখে যাও হে কবি ,তোমার মনের যত আকুতি,
বিছিয়ে দাও স্বপ্নের মাদুর,ব্যাকরণের পায়ে কর মধুর আরতি ।


ওগো মা মৃন্ময়ী সাহিত্য আমার জন্ম নিয়ে তোমায় ডেকেছি,
ওয়া ওয়া শব্দে ভূবন কাঁপিয়েছি মোলায়েম স্বরে কত কেঁদেছি।
মায়ের মুখে প্রথম শুনেছি অ,আ,বুলি উল্লসিত রঙ্গে'র রূপ,
মন ভরে গেলো তোমার তীরে ঠেকিয়েছি মাথা স্বরে'র স্বরূপ।


তোমরা হাল ধরো শব্দের ধূলি মাখো,বাংলায় গাও জারি গান,
কথা'তে রাখো,সুমধুর সুর মধুলিপি'তে নীলিমায় রাখো মান।
গৃহকোণে সাজাও পিপাসার বঙ্গভূমি রৌদ্রালোকে কাব্যের স্তুপ,
সুবাস ছড়িয়ে দাও বাংলা কথার বাণী,জ্বালিয়ে দাও দীপ,ধূপ ।


রচনাকাল
১৬।০৭।২০১৪
ইউ এ ই