হে প্রভু,কল্যাণ কর পুঞ্জে পুঞ্জে ধরাতলে আনো সুখ,
আজ প্রকৃতি করছে কানাকানি কাননভূমি যে বিমুখ।
ঈশান কোণেতে নেই ঝড়ের বাণী, টাট ফাটা চঞ্চল,
গগন ছেয়ে গেছে শুকনো মেঘে,কলরোদনে অঞ্চল।


স্তব্ধ তিমিরে বয়ে যায় অগ্নি ফুলকা পিপাসায় এ মন,
আষাঢ়ে'র রূপ আষাঢ়'কে ফিরিয়ে দাও করতে যতন।
জাগ্রত দ্বারে  ফিরিয়ে দাও যত নোংরা মনের মানুষ,
ক্ষমতা বলে রঙ্গিন ঘুড়ি  উড়ায়,লাল চশমায় ফানুস।


আজ ব্যাকুল বসুন্ধরা অসহায় শিকলে বন্দি ধুধু চরে,
স্বর্ণদ্বীপে বসেছে তামা'র মেলা,অশান্তি মাটির উপরে।
ফুট্পাতে  ভাসছে দারিদ্রে'র ভেলা, শ্রাবণের নদী বয়,
অভাব খেয়ে'ছে মনের মানবতা, হৃদয়ে ক্ষারতা তাই।


হে প্রভু  মুখরিত কর  মানব গগনে, মাধুরী ভারে মন,
সৌরভবিহ্বল  করো ধরণীতলে,মেঘের দুপুরে'র গগন।
বিধবার  ছেলে'টি পথ ধরেছে, অন্ধকার গলিপথ খুঁড়ে,
সু-মতি দাও  তার কোমল প্রাণে,ভিজে মেঘের দুপুরে।


এই সংসার তোমার,এই জগত তোমার,আমরা অতিথি,
শস্যখেতের সোনার গানে নীল আকাশ তুমি প্রভু তিথি।
এনেছো তুমি,পাঠাবে তুমি,জীবন লীলা'র অফুরান ছলে
ক্ষমা করো প্রভু তুমি দয়ালু,ঠাঁই দাও তোমার চরণতলে।


রচনাকাল
১৭।০৬।২০১৪
ইউ এ ই।