দারুণ সেই বরষে
মনের মধু হরষে
ভিজিয়েছিলাম গা,
আঁধারের আলোয়
লেগেছিলো ভালোই
মন'রে বলি ছুঁয়ে যা ।।


পশলা বৃষ্টির বর্ণনা
মন মানেনি খঞ্জনা
শীত'কাঁপানো শরীরে,
ভিগিভিগি কালো চুলে
সুবাসিত  মন  দুলে
কেমনে ঐ রাত ভুলিরে ।।


মধ্যরাতে বৃষ্টির চিত্রণ
মনে ভেসে গেলো প্লাবন
সুখের স্রোতে উঠে ঢেউ,
অথৈই জল ভরা শ্রাবণ
বৃষ্টির সাথে আলাপন
জানলো নাতো কেউ।।


প্রণয়লীলা'র বাহুবলে
ভিজেছি বৃষ্টির জলে
রোমাঞ্চে কাটিয়েছি রাত
প্রিয়ার ভেঁজা আঁচলে
মনে সুখের সজলে
দেখলাম সুখের প্রভাত।।


রচকাল
ইউ এ ই
২/০৮/২০১৪


(বিঃদ্রঃ- আলোচনা সভা'য় "আপনি ও হতে পারেন বিজয়ী" একটা কুইজ প্রতিযগিতা হচ্ছে ।আপনাদের সবার অংশ গ্রহন করার জন্য অনুরোধ  জানাচ্ছি।
মাননীয় এডমিন, এটা যদি নিমন্ত্রণ হয়ে থাকে তা হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্য আপনি যদি বিজ্ঞপ্তি আকেরে দিতেন তাহলে এখানে বলার প্রয়োজন পড়তো না ।)