তপ্ত বুকে গুপ্ত সুখ খুঁজেছি
কংকাল জোড়ানো দেহে,
যে মন ছিলো প্রতীক্ষা শুধু
  টুকরো প্রেমের মোহে ।


এই বুকে করেছি প্রেম চাষ
  পাঁজরের হাড়ের স্থলে,
আঁখি  জুড়ে  ছিলো আয়না
  হাসলে ছলনার ছলে ।


শক্ত  মনে  প্রেম রাঙ্গিয়েছি
   রাত জেগে কতকাল,
নানান অনুনয়ে দিলে সাড়া
  ভেজা চোখ আজকাল।


আমার দেহের গন্ধ শুঁকেছ
  রজনীগন্ধা ফুল ফেলে,
আজ  সেই  ফুল খোঁপাতে
   আমার সুবাস ভুলে।


তোমার ছলনায় কাব্য লিখি
   কবিতার শরীর বেয়ে,
সেই কাব্যকথা পাঠে অনুতপ্ত
   খুশি তোমায় পেয়ে ।


এসো হে প্রিয়ে বাঁধি সুখঘর
  তোমার প্রেমের চাউনি,
অম্লান রবে এই প্রেম জগতে
   প্রেমময় সুখ কাহিনী।


রচনাকাল
২১।০৮।২০১৪
ইউ এ ই ।