নীলিমায় ছোট্ট জগতমাটি ঘরে
বিধি  পাঠিয়েছেন অতিথি করে
তবে আমরা স্বপ্নে করি বসবাস,
মা-বাবা  ভাই-বোন প্রতিবেশী
সদায়  থাকি  যেন  হাসি খুশি
কোমল মনে ভরা সুখের সুবাস।


অন্তর্যামীর অসীম দয়ার পরশে
গহন জটিল উদার গিরি আরশে
আপাদমস্তকে ধরেন শান্তি ছায়া,
বঙ্কিম দূরগম পথে সহচরী হয়ে
ক্লান্ত পথিকের পিপাসা মিটিয়ে
ধরনীতে দিয়েছেন অতীব মায়া।


কভু সুখ-দুঃখ মনে তমোগহ্বরে
জীবন জীবিকার কঠিন সংসারে
খেলেন  রদবদলের কত খেলা,
উদয়াস্ত রবি আলো ভূবন মাতে
শিশু কৈশর যৌবন বৃদ্ধ,প্রভাতে
মাপকাঠিতে  রূপনগরে  মেলা।


রচনাকাল
৩১।০৮।২০১৪
ইউ এ ই ।