আমরা কেউ কবি নই
  তবু সেজেছি কবি,
বই খাতা কলম তুলে
  হাসাই প্রভাত রবি।


ছন্দে বুকে বাসর সাজাই
   কাব্য করি বিন্যাস,
মনের সাথে মনে কথা বলি
   কবিতায় করি বাস।


সৃষ্টি আপন সন্তানের রূপে
   ভাবনার পাল তুলে,
কাব্যের ঘাড়ে চেপেছি আজ
    রঙ্গিন ভাব ঝুলে।


জীর্ণ সংস্কারের খিলি উঠাই
   কবিতা কাব্য কথায়,
অন্যায় দম্ভ ভাঙ্গি বর্ণ দিয়ে
  নতুন সৃষ্টি প্রতুলতায়।


যেখানে বিঘ্নের দ্বার গড়াগড়ি
   কাব্যে প্লাবন আনি,
অনিয়মের সিঁড়িঁ নিয়মে টানি
   কাব্যের সততা জানি।


জ্বলুক আগুন উঠুক ঝড়গতি
   কবিদের কাব্য মনে,
সাহিত্যে কথা বলো উপমায়
     গাঁথা বর্ণ বাঁধনে।


দ্বার খুলে দাও ন্যায়ের পথে
   অন্যায়ের মুখে ছাই,
এসো সবায় মিলে সুজলায়
   রঙ্গিন ভুবন সাজাই।


  
রচনাকাল
০৫।০৯।২০১৪
ইউ এ ই।