সম্বর্ধনা দিতে হয় তোমরা কবিতা কে দাও আমাকে নয়
কেননা কবিতা জীবনের আলাপচারিতা,সাহিত্যের শাখা,আর
সেই শাখায় আমি মৌমাছি হয়ে খুঁজি শব্দরস,কাব্যের তস,
মুহূর্তেই এক ফোঁটা কাব্যতত্ত্ব নিয়ে লিখব কবিতা কথা ।


আজ আমি কবিতার সুরের লহরী,ছন্দের চন্দন,মিল বন্ধন
গন্ধ ভূষণ,শব্দের আবডালে সাজিয়ে উপমাসূত্রে বুনেছি বসন,
প্রদীপ্ত বাসনা,নূতন মহিমায় সাহিত্যের প্রতিমা কবিতার গায়ে,
এক ঝিলিক ঝলকে,দেহ-মানবের মনে একটু সঞ্চারিত করতে।


প্রাচীন প্রেমের কাব্য কথা,চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার ইতি কথা
বিরহবিধুর প্রাণের উপকথা,প্রাণের প্রীতি,প্রেমের স্মৃতির তত্ত্ব সত্তা
কবিতায় কথা কয়, মনের মাধুরী মিশিয়ে যুগে যুগে অনিবার,আর
আমি সেই কবিতায় পাল তুলে চলি প্রত্যহ নবীন শব্দের সাগরে।


রচনাকাল
০৪।১০।২০১৪
ইউ এ ই ।