ঐ দেখ সাপ টি
    আছে মেরে ঘাপটি,
         মাথা ভরা টাক তার
                 দ্রুত চলে দুর্বার ।


নাক আছে চুল নেই
      কাঁথা, বিনা বালিশেই,
             লিকলিকে চামড়া
                    ভয়ে থাকি আমরা।


মুখ আছে সুখ নেই
        ভরপুর সুখেতেই,
              চিকচিকে দেহ তার
                       ঝিকিমিকি চারিধার।


ফোঁস ফোঁস আওয়াজে
       ভুলে নাওয়া খাওয়া যে;
                    যেন ভার ন্যস্ত,
                      রেওয়াজেই ব্যস্ত।


হাঁটু ভাঙ্গা ঘুম ঘুম,
         চারিদিক যে নিঝুম,
                   দেহ শত বাঁকিয়ে
                         চলে সে না তাকিয়ে।


সরু ঐ কোটরে
       যাবে যদি ওঠ রে;
              সাপটির বাজি মাত
                        ওঝা করে কুপোকাৎ।


তোমরা কি দেখেছ
        বিয়ে-ভোজ চেখেছ?
                 প্রজননে নিরাকার
                        ওটা তার অধিকার ।


মনে রেখ সব খানে,
    সাপেরাও প্রথা মানে;
                 ক্ষতি যদি কর তার
                    কেউ পায় নাকো পার।


রচনাকাল
২৫।১১।২০১৪
ইউ এ ই।