বিন্দু বিন্দু আশার রোদ বৃষ্টি ধারা
নূতন নূতন স্বপ্নে সদা পাগলপারা
বসন্তযৌবনে সৃষ্ট আবেগ,অগ্নিঝরা,
           নিয়মের ঘরে পাল তুলে
             অপূর্ণ জগৎ-স্বপ্ন দোলে,
পড়িয়ে দিবে বধুর  কন্ঠে মণিহার,
     ললাট রাঙ্গাবে সিঁদুর রঙ্গে,
জীবনের সুখ-দুঃখে এক সঙ্গে।
আনন্দলহরী কভু কষ্টপ্রহরী ,
হৃদয় সমুদ্র দেয় অজস্র ক্ষণ পাড়ি
নদীস্রোতের মত ভাসে জীবন ঘড়ি
ছোট্ট জীবন সহস্র স্বপ্নের ছড়াছড়ি।
          কভু জাগ্রত পূর্ণতার ঘরে
          কভু অপূর্ণ স্বপন-কষ্ট ভরে।
          জীবনের যত জলছবি
          কভু,শুভ্র,কালো মেঘের রবি ।
হার মেনে নয় এই জগৎ ঘরে
      অসীম আশার বাসা চরাচরে।
পূর্ণ কর জীর্ণ থলি,ফোটাও ন্যায়ের কলি,
যে কাননে ফুল সেই কাননে ভ্রোমর উঠে।
                   লক্ষ নির্ঝরের ঝর ঝর
                    মনের গম্ভীর কণ্ঠস্বর।
তুলে দাও স্বপ্নকূলে দোলে মন পাল তুলে
বিন্দু বিন্দু মহাসিন্ধু মানব জনম তোমার বন্ধু
              হাল ছেড়ে নয় পাল তুলে দাও
               জীবন সুখের বাসর সাজাও
মনের ঘরে সকল ক্ষণের সংঘ মাঝে ।


রচনাকাল
২০।১২।২০১৪
ইউ এ ই ।