বিধাতার সৃষ্টি নারী,আমি পুরুষ উপমায় সাজিয়েছি তারি
       অহর্নিশি সুহৃদ্‌-রূপে নির্ভর বন্ধন ঘাটে,
যাঁর যে ভাবে চোখ সোনার উপমায় বসন জড়িয়ে মুখ
         ভাসায় ঐশ্বর্যের রূপ সাগরের পাটে।


যে নারী'র বসন্তের যৌবনের ফুল রূপের মৌবনে দুল
        দোলায় দোলে একুশের অগ্নিঢালা সুধা,
প্রদীপ্ত  বাসনা জাগে  দুর্লভ আবেগে কত,রাগ অনুরাগে
       মিঠাতে চাই সিন্ধুমন্থনসঞ্জাত মনের ক্ষুধা।


শিল্পী আঁকেন নারীর প্রতিমা,কবি সাহিত্যেক লিখেন
        তাদের আবেগী মনের কত শত ভাব,
সৌন্দর্য সঞ্চারি পোশাকে আলো ছড়ায় তাঁদের অঙ্গদে
       সুতাহীন নারী যেন রেস্তোরার কাবাব।


কত বর্ণ কত গন্ধ ভূষণ নারীর এলোমেলো কালো চুলে
       হাওয়ায় ভুলিয়ে দেয়,দূর বন-অন্তরালে সুখ,
সৌন্দর্য সঞ্চার,বিধাতা নিরাকার,নিপুন তুলিতে গড়েছেন
       কোন এক মাধবী আমার দেখা সেরা মুখ।


রচনাকাল
২২।১২।২০১৪
ইউ এ  ই ।