সাহিত্যের বাতাস,খাটুনি খাটায়,অবিশ্রান্ত অজস্র রাতে,
ঘুমহীন আঁখিতে লালাভ কিরণ ছড়ায়,প্রত্যহ প্রভাতে।
ছন্দের বুকে করতে খেলা ভাবনা সীমাহীন,
মগজ ধোলাই করি বেলা-অবেলা, দুর্বার শ্রান্তিহীন।
সহজ কথার কাব্যের পরশ,দ্বিধান্বিত বুকে,
শব্দের গহীনে যাই কি করে ভাবনায় পাসিনা চোখে মুখে।
নতুন শব্দের আগমনে,মন করে ঝিকিমিকি,
অক্ষরে অক্ষরের খেলা দেখলে মন হয় ছন্দমুখী ।
কাহিনী খুঁজি মনের বাগিচায়, ভাবুক আকুল মনে,
মোম বাতির আলো জ্বলে পুড়ে যায় কৃপণ যেন মন সেই ক্ষণে।
অশ্রু জলে শব্দের পিপাসা মিটায়,কলমের কালিতে,
কবিতার শিরায়,অনুচক্রিকা খুঁজি শব্দের বাড়ীতে ।


রচনাকাল
০৯।০১।২০১৫
ইউ এ ই ।