তুমি ধ্যন্যি মেয়ে কালো চুলের কালো.
মন বড় ভালো চোখের তারায় আলো
চুল এলোমেলো সুখের সাগরে দোল
গায়ের রং ময়লাটে বলে নয়নে জল তোল।


তারে বলি হায়!! একি সাধনায় ঝরাচ্ছ জল
আমার মনে লয় জীবন অভিনয় কেন ছল?
তোমাকে সপীবে মন সে করে বিচরণ
তোমার ঐ মনের অন্তরালে খুঁজবে তখন।