হে প্রভু কল্যাণকর,   কল্যাণ  করো তারে
পিতাঠাকুর ভুগছেন কঠিন ব্যধিতে জীবন পারাবারে।
তার সুরেলা কষ্টের ধ্বনিতে এই বুক'টা ফাটে,
প্রবাস জীবনে হাহাকারে কান্নায় ভাসি মরুভূমির মাঠে।
আমি অভাগা খোকা বাবার কষ্টে রয়েছি অনেক দূরে,
কিসের আনন্দে মেতে আছো প্রভু  বক্ষ তেড়েফুঁড়ে ছিঁড়ে।
পাপ গুলো সব ক্ষমা করো প্রভু, বাবার জীবন থেকে,
সেই কষ্ট আমায় দিয়ে দাও,আমার জীবন চলার বাঁকে।



রচনাকাল
১১।০৫।২০১৫
ইউ এ ই।