জগতের প্রোজ্জ্বল প্রেম সবার ঊর্ধ্বে মানুষ
নিখিল জনসমাজে জ্ঞানদীপ জ্বালায় অনিবার।
স্রষ্টা দিয়েছেন তেমন অধিকার মনুষ্যে,তথাপি
চঞ্চল মনে ভালোমন্দময় বিচার না করে
ধুলিসাৎ করে দেয় নিজের মানবতা কে,
লোভের লালসায় বিকিয়ে দেয় নিজের অস্তিত্ব
তৈরি করে  ভেদ-বিভেদের রাস্তা ।


মানব আলোর দিশারী বৈকি ,বিধাতার
রাজত্ত্বে পাইক পেয়াদা মাত্র ।
তাঁর চরণে নিবেদন করি
কু-দৃষ্টি-ভোগের কুরাঙ্গা খর্পর  থেকে
এই সেরা জীবদের তুমি রক্ষা করো
খিগড়ে  ছিঁড়ে, ফেলো অসৎ চেতনা,অহং থেকে
গড়তে এক সুন্দর ধরনী মহামানবে ।


রচনাকাল
২৯।০৫।২০১৫
ইউ এ ই।