রঙিন ঠোঁটে  টইটুবানি ঝামুর ঝুমুর নাচ
রঙিন কাপড়ের গড়গড়ানি উচ্ছ্বাসিত চন্দ্রিমা আজ।
দোপাট্টা উড়ায় উড়উড়ানি,গেয়ে যাই তরতড়ানি সুরে,
পায়ে পায়েলের ঝুনঝুনানি চাঁদের রূপে উড়ে।
কদম ফুলের গুলগুলানি এলোকেশী চুলে
দোলনায় দোলদুলানী,নিজেকে যাই ভুলে ।


টকটাকানি লাল সিঁদুর  ললাটে দিবে ভরে,
শুয়া-চন্দনের সুগন্ধিনি,আনন্দে বুক টা যায় জুড়ে ।
কথায় কথায় হাসির খলখলানি,গাঁয়ে হিরে ফুল ঝরে,
কোন বা গাঙের কলকলানি,মন দরিয়ায় আকুল প্রেমের তরে।
হিরামন পঙ্খীর উড়উড়ানি,লাল পাখায় পেখম উড়ে,
বরণ ডালায় মন সাজ সাজিয়ে চন্দ্রিমা ভেবে যাই বহু দূরে ।


রচনাকাল
০৫.০২.২০১৫
ইউ এ ই ।