রূপের আলোয় বান ভেসেছে
আমার রুম্পা সখীর মুখ
চাঁদের আলো ঝিলিক জ্বলে
লাগছে বড় সুখ।।


ও সখি তোর কাজল কালো
মায়াবী তোর আঁখি
পরান কান্দে কবে তোরে
দেখবো ওরে সাথী ।।


আজ রূপেরা সব দল বেঁধেছি
তোরি ললাট পানে,
মধুর সুরে গান গেয়ে যায়
মধুর বাঁশির টানে।।


আমার রুম্পা সখী তোরে ডাকি
কবে হবে মোদের দেখা ?
দল বাঁধবে ছদ্দবেশে
সুখের সীমারেখা ।।ঐ


রচনাকাল
১৫।।০৬। ২০১৫
ইউ এ ই ।