রাত্রি ঘন কালো রূপ যেন তার স্বরূপ
গায়ে কালো চাদর,কুয়াশার আভ্রণ
ঘুট ঘুটে আবছা অন্ধকার,বাতির নিচের অংশের মত,
বেলকনিতে ভ্রম দাঁড়িয়ে  সে  এক  অচেনা অদৃশ্য পরী ।
হাতের কঙ্কণ গুলো হালকা শীতে শরীরের সাথে কাঁপছে ,
অধর ঠক ঠক করছে, দারুন শীতেলা নিশুত্  রাত,
কনকনে শুরুয়াত শীতের আগমনে মন টা আজ বেশ লাগছে বৈকি।
মরু কানন গিরি, ঠান্ডা বাতাস চিরি' মনে দোলা দিয়ে যাচ্ছে,
চির চেনা সেই উষ্ণতা, মাথার উপর দোপাট্টাটি কাঁধে এসে পড়েছে
কুমকুম শীতল পুবাল হাওয়া বইছে ,
আমি হারিয়ে গেছি তার অচেনা এক স্বপ্নের রাজ্যে।
শুণ্য আকাশ! অসহায় হয়ে কাঁদছে বেহাগ,
স্বপ্নের পাখায় যখন উড়ছি ,হঠাৎ চমকে উঠি স্বপন ভেঙে,
দেখছি দোপাট্টা তার,সমীরণ আর কুয়াশার মাঝে হামাগুড়ি খাচ্ছে,
ঘন কালো আঁধারের রূপে বসন তার হারিয়ে যাচ্ছে কালোর কালিমায়,
আমি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম,
কে জানতো সে একদিন  লুকিয়ে হানা দিবে আমার স্বপ্নের  স্বরলিপি'তে।
জীবনের পথের প্রতি'টা ধাপে  একান্ত কাছে সহচারী স্বপ্ন বালিক রুম্পা ।  


রচনাকাল
১১।০৯।২০১৫
ইউ  এ ই