একটা কবিতা লিখছি, পারমিতা!
ঘুরে এসে শিরোনামটা দিও;
অপেক্ষায় থাকবো।



শব্দেরা আজ একা একা; বড্ড একাকী একা!
আর কোনো ফাগুনে এতো বিচ্ছিন্নতা দেখিনি, পারমিতা!
পরম স্ফূরণের ঋতুতেও এতো জড়তা!
অথচ চাকভাঙ্গা দিনের যে কবিতা কি টইটম্বুর নাম দিলে তার মুগ্ধতা!


মুগ্ধতা কেনো ভ্রমণে যায় বিভ্রমে, পারমিতা?
এতো এতো ডাকি শব্দে সাড়া কেনো যে দেয় না কবিতা!



আসলে শব্দে কোনো কবিতা থাকে না;
কবিতায় ভাসে শব্দেরা।