আকাশে উঠে ছিলো চাঁদ যবে
রাতের বুকে জোনাকির খেলা,
দেখে দখিনা হাওয়া ভাসে
তোমার পিছু পিছু আসে,
তুমি এসে ধরলে আমার হাত বললে, চলো পাড়ি দেই দিগন্ত
তখনও শেষ হয়নি বসন্তের রাত।
মরুর মরীচিকা মতো মনে হলো তোমায়
অবিশ্বাসের দোলাচলে দুলছি আমি,
নেশা ধরা দু-নয়নে তাকালাম
তোমার ক্ষুরধার চাহনি
খুন না হয়েও খুন হলাম আমি।
আকাশের ওই চাঁদ টার সাথে মিল খোঁজে পাই তোমার,
হঠাৎ মেঘের আড়ালে হারাবে,
আমি আলেয়ার আলো নই নিমেষে হারাবো, বললে তুমি হাতটি ধরে,
ছুঁয়ে দেখো আমায়।
কঠিন বাস্তবতার দ্বারপ্রান্তে তখন আমি দাঁড়িয়ে,
দেখলাম আত্মবিশ্বাস প্রখর আলো তোমার দুচোখে,
মনের জমানো চাপা নিশ্বাস নিমেষেই হারালো
আত্মা যেন ফিরে এলো আমার বুকে।