আমার স্মৃতি মুছে যেতে পারে না
তোমার অচেনা চাহনিতে, যদি যায়
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে।


আমি যেতে পারি অন্ধ হয়ে-
সময়ের নিষ্ঠুর প্রকোপে
বিলিন হয়ে যেতে পারি
এই রূপ বসুন্ধরাতে;
যদি শ্বাস থাকে খুঁজে নেবো
তোমার স্বরূপ মিষ্টি-মধুর কাকলিতে।


ধূসর কুয়াশার ঝাপসা আলোয়
ঐ দিগন্তের সসীম কালোয়
পারি না কিছু স্মৃতি ভুলিতে ,
তাই এখানে আড়ালে যতোই চেয়েছি লুকাতে
ততোই কে যেন টেনে ধরে
দেয় না হারাতে।
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে।