আমি এখনো স্বপ্ন দেখি,
একটি ঝলমলে সুন্দর সকালের,
কুয়াশা ভেদ করে উঁকি দেবে
শীতের সকালের মিষ্টি রোদ,
ঘাসের ডগায় বসে শিশিরের ঝাঁক,
বিলাবে আমাকে আবার প্রেম।


কতদিন থেকে শিউলি গাছটা
ছিলো বড় নিঃসঙ্গ, বড় একা;
আবার কেউ এসে শেকড়ে দাঁড়িয়ে
যদি বাজায় বাঁশি,
হয়তো হারিয়ে যাবো স্মৃতির মেলায়।
নীলিম আকাশের উদার ভালোবাসার আহ্বানে,
তারাদের মেলায় অচেনা কোন এক জগতে।


কচুরিপানার মুচকি হাসিতে,
আজও মন ভরে যায় আনন্দে।
আজও ঝিঁঝিঁ পোকার বিরক্তিকর কর্কশ সুরের ব্যঞ্জনায়,
চড়ুই পাখির কিচিরমিচির কলরবে,
উদাসী মনটা দেখ গুনছে এখনো
প্রতিক্ষার প্রহর!


যদি সেই কাঙ্ক্ষিত সকাল এসে
ডেকে ডেকে বলে যেত;
দরজাটা খুলে দেখ -
তোমার আঙ্গিনা আজ আলোকময়!
কেটে গেছে কালো মেঘের দিনতা -
কেটে গেছে কুয়াশার আস্তরণ,
এসেছে আবার সুখের ক্ষণ।