জীবন এক বৈচিত্র্যময়, কখনো হাসায় আবার কখনো কাঁদায়।
বিবর্ণতায় গিরে থাকা যতৎস্কো তাই হল জীবন।
যেখানে নেই কোন নির্দিষ্ট তার বাহুল্য,
আছে শুধু বৈসাদৃশ্য প্রাচুর্য।


তাই চাও যদি আনন্দ বিকির্ণতায় থাকতে?
তাহলে ভুলে যাও যত সব না পাওয়াকে,
মুছে ফেলো সব উগ্রতা।
খুঁজে নাও নতুন উৎফুল্লতা, দৃঢ় হও আনন্দ বিকির্ণতার পথে।


হেসে খেলে কাটিয়ে দাও সময়।
দেখবে হঠাৎ কোন এক দিন কেটে গেছে সব উগ্রতা,
অমাবস্যার চাঁদের ন্যায়।
সেদিন থাকবেনা আর মন খারাপের প্রাচুর্য।
থাকবেনা বিলম্বিত হাসির কারণ,
থাকবেনা একাকীত্বের বাহুলতা,
থাকবেনা কোন দুঃখ কষ্টের গ্লানি।
শুধু থাকবে প্রাণ বন্ধকতার উৎকণ্ঠা ধ্বনি।