আমি থেমে যাই, মেয়ে আমি থেমে যাই।
চোখ বুজতেই ফ্লাশব্যাক-
মন খারাপের দুপুর, মন ভালো নেই বিকেল,
বৃষ্টিতে ছাতা নির্ভর ঘুরে বেড়ানো।
আমাদের ছ’বছরের যে সম্পর্ক তার নাম কি?


আমরা কথা বলেছি, আমরা হেঁটেছি।
আজ বুঝলাম ভালোবাসি এবং ভালোবাসি বলেই
আমি ফিরে ফিরে এসেছি, তোমার দরজায়।
মেয়ে,
তোমার চোখ ছুঁতে চাই, একবার
চোখ ছুঁয়ে লিখে দিতে চাই-
যাত্রাবিরতীর ফুলষ্টপে একটি বার জড়িয়ে তোমায়
আমি বেঁচে উঠতে চাই আবার।


নিজেকে কষ্ট দেবার যে সেফটিপিন তুমি বিদ্ধ করে রেখেছো তোমার বুকে,
তা উঠিয়ে আজন্ম কফিনের মানুষ আমি ফিরে আসতে চাই আবার জীবনে।
সময়ের অরাজকতায় যে ভালোবাসা বুঝিনি আমি,
তার দাবি নিয়েও বিব্রত করবোনা তোমায়।


আমি কেবল বিকেলের স্বেচ্ছাচারী বাতাস হয়ে তোমাকে জড়াবো,
কাঁধে মাথা রাখা সন্ধ্যায় ছুঁয়ে দেবো চোখের বারান্দায়,
সময়ের দীর্ঘ ঢেউ হয়ে বিব্রত করে ফেললে
কবিতাটি ছিঁড়ে ফেলে কপালের অবশ টিপ সরিয়ে একটু নীচে পড়ে নিও।
ভালোবাসি তোমায়,
শুধু সময়ের ব্যবধানে পাল্টে গেছে ভালবাসার গতি পথ,
ভালোবাসা টা নয়।