ভাবনার শরীর ঘেঁষে রোজ আমি হেঁটে যাই সাদা মেঘে
মেঘলা স্বপ্নেরা জড়ো হয়ে সন্ধ্যা  নামায়
শূন্যতার বাতাসে উড়ে যাই ডানা ভাঙা স্বপনে
এসো ভিজি ভিজাই স্বপ্ন,
এ বর্ষায় মিলে যাক দ্বিখণ্ডিত পদ্মা
ফাগুনের চরিত্রে লাগিয়ে শিমুল আগুন
নেশা দায়ক শব্দে মিশে যাই বারবার
পদ্ম কোষ ছাড়িয়ে ভেসে যাই জলের ফরসা আবেগে
হলুদ নরম ঠোঁটের ভাঁজে করে
শিশিরধৌত মন নিয়ে জমে যাই আবার আমি
অগোছালো স্মৃতির বারান্দায় অপেক্ষারত থেকে  থেকে
বারবার ভাবি আর বারবার ভেসে যাই সাদা মেঘে
অসাধারণ ভাবনায় মন মাতিয়ে।