আমাদের কি কথা হবে আবার?
আমি ও চুপ, চুপ তুমি ও।
বসন্ত পেরিয়ে বসন্ত আসে, বসন্ত চলমান
অবসাদে দীর্ঘশ্বাস বাড়ে
বেড়ে চলে দূরত্ব।


আবার কি দেখা হবে আমাদের?
তুমি চাইবে সন্ধের পর
আমি চাইবো বিকেলে;
আবার কি কোন সন্ধায়
আমাদের ভালবাসা জেগে উঠবে?
ঠোঁটে ঠোঁটে, আঙুলে আঙুলের ছোঁয়ায়।


তুমি ও চুপ, চুপ আমি ও
সময় আবেগ বুঝেনা চলে যায়
আমরাও কি তাই?
যাচ্ছে সময়, বাড়ছে দূরত্ব,
যখন আমরা আবেগ বুঝিনা
তখন সময়ের সাথে দূরত্ব যেন সমানুপাতিক।