দেখ, সম্পূর্ণ পাথর দৃড় হয়ে গেছি
কোমল বক্ষে শীশা প্রলেপ ছড়িয়ে।
কিছু ভুলের ক্ষমা নেই, ক্ষমা হয়না,
প্রায়শ্চিত্তের ছলে ভালবাসার পায়ে বেড়ী পরিয়ে
অন্ধ কুঠিরে নিক্ষেপ করছি ।
সমগ্র জুড়ে জন্ম নেয়া আবেগ গুলো
এখন আর আশ্রয় খোঁজেনা কোন বক্ষে।
ব্যাথাগুলো কথারুপে সঞ্চিত হচ্ছে
আমার মুখে বুকে জমাট বেধে,
তবে একদিন বলে দিবো,তুমিও জেনে যাবে,
আমার ভুল হয়েছিল,মানুষ চেনার ভুল,
ভালবাসার ভুল,ভুলকে বুকে জড়ানোর ভুল।