শহুরে রাস্তায় জ্বলে থাকা বাতির মত
আধারের সাথে যুদ্ধ করে হেরে যাবে,
ঝাপসা আলোয় আমাকে আড়াল করবে
দেখা যাবেনা, দেখেও মানুষ মনে হবেনা
এমন আলোর সন্ধানে পেরারি হলে
লজ্জায় চোখের ভেতর ভয় জন্ম লয় ।
অভিশাপের তিব্র চিতকার প্রতিধনি তোলে বারবার
স্তব্ধ দু কানে একই ধিক্কার বাজে,
যে প্রানীগুলোকে নির্বোধ বলে গালি দিয়েছি
হিংস্র বলে অভিশাপ দিয়েছি
নিকৃষ্ট বলে দূর দুর করে তাড়িয়েছি
নিজেকে আজ তাদের মত লাগছে
মনে হচ্ছে,তাদের মতই আমার গা হতে বিশ্রিগন্ধ ছড়াচ্ছে,
মানুষ নয় মানুষ নয়
মানুষের মতই দেখতে নতুন এক পশুর জন্ম হয়,
আমরা সবাই দেখতে একই বলে ভয়,
একই জাতি বলতে খুব লজ্জা হয় ।