মুখ তুলে আকাশ দেখি ,
রোদ-ছেঁড়া মেঘ-গোধূলি আর নিষ্ঠুরতা দেখি ।
নিষ্ঠুরতা দিন দিন আকাশ ফুঁড়ছে,
অম্যাবশার মত গ্রাস করেছে আলো।
নিষ্ঠুরতার ও তো রকম হয়
ওরাতো ডাকাত,চিন্তায় বিষের বীজ
ওদের কাজই খুন জখম লুট;
ওদের তো একটা সীমা থাকে ।
এর চেয়ে বেশী নিষ্ঠুরতা আছে
এর চেয়ে বেশী নিষ্ঠুরতা হয় ;
বৃদ্ধাশ্রমের দেয়ালে দেয়ালে লেপটে থাকে,
অসহায় হয়ে পড়া দেহ নীরবে ক্ষয়ে যাওয়া
বেঁচে থেকে মরে যাওয়ার নিষ্ঠুরতা,
এর চেয়ে বড় আর কি হতে পারে !
যখন অস্তিত্ব নিজের সাথে খেলা করে ।
সব গ্রাস হয়ে গেলে , আলোটাও নিভে যাবে
দ্রুতই জেগে উঠবে হাজার বছর ঘুমিয়ে থাকা ইতিহাস
অন্ধকারের ইতিহাস, সব ভালবাসা মরে যাবে
মুছে যাবে সব প্রেরণা,
সুমন আর গাইবেনা বেঁচে থাকার গান
অঞ্জন চাইবেনা ফিরে পেতে তোমাকে
ফিরবেনা জাতিশ্বর আর কনো কালে প্রেমের বারতা নিয়ে,
সেদিন আঁধারে তোমাকে সবাই ছোঁবে
তোমার ইচ্ছে বলে কিছু থাকবেনা আর
তুমি আমায় চিনবেনা ।