আমার ও প্রেম হয়েছে
কবিতার মত আকাশের মত সমুদ্রের মত
তরুলতা পাতাবাহার কাশবন ফেরিয়ে
দূরের দেবতাদের চেয়েও সুখময়,
কবির চোখে উপলব্ধি করছি
কবিতার গাম্ভীর্য তার চরনে চরনে।
আমার ও প্রেম হয়েছে
স্বর্ণলতার মত মোহনীয়,
চোখের ভেতরে ভালবাসা আমিও দেখছি
উল্কার মত, শান্ত বায়ুর মত, বুকভাঙ্গা নদীর মত
আমি বসন্তী সাজের প্রেমে পড়েছি
সবুজের নির্মলতার মত ভালবেসেছি
এক জন্মের দূরত্বের চেয়ে বেশি।
আমাদের ও প্রেম হয়েছে
মুক্ত হরিণীর চারনার মত সত্য
সকালের সূর্যের মত সভ্য
বৈশাখের মত অবাধ্য।