কোলাহলময় শহরে সহস্র প্রাণের ভিড়ে
নিঃস্বার্থ অতিক্ষুদ্র মানবিকতা লোপ পায় বলে
মানুষের শহরে মানুষ ভুক্ষায় মরে,
তাই আমি নির্বাসন চাই, আমার নির্বাসন চাই।
যখন একই রক্তে বিভেদ
রক্তস্নাত হাত, চোখে মুখে জামায় রক্তের দাগ
বাতাসে তাজা রক্তের উষ্ণতর ঘ্রাণ
সহিংসতা নয় নব্যতন্ত্রীয় উজ্জীবনী,
তখন আমি নির্বাসন চাই,আমার নির্বাসন চাই।
নারকীয় দ্রষ্টি কিংবা শক্তি হতে
চিৎকার করে মুক্তি চায় অসহায় প্রান,
ক্রমশ সর্বনাশা হতে থাকা
বঞ্চিত শ্রমিকের আমৃত্যু শব্দহীন অভিশাপ
কাউকে কুণ্ঠিত করেনা
তখন ও আমি নির্বাসন চাই,আমার নির্বাসন চাই।
আকাশে বাতাসে হাহাকার,আর্তনাদ প্রতিটা স্পন্দনে
নগ্নতাই যখন সভ্যতা,মিথ্যেরা সমাজের কাণ্ডারি
তখন আমার নির্বাসন হোক,আমিই আমার নির্বাসন চাই।