কিছু কথা কিছু সময় শুধু অতীত হয়
হারিয়ে যায়না মলিন হয়না , অবুঝ করে রাখে নিজেরে ।
কতটা সময় পাড়ি দিয়ে, কত অজানার মুখোমুখি হয়ে
জেনেছি আমরা কিছু দ্বিধা পুষেছি মনে ,
সংজ্ঞাহীনতার সঙ্কট নিয়ে মুখোমুখি হয়ে
বাঁচি অতি ইচ্ছার সঙ্কট হতে ।
মনে আছে তোর সেই গান কবিতার ছায়াতলে সন্ধ্যার কথা ?
"আমার হিয়ার ভেতর লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি"
তখন আমরা , কাঁধে মাথা রেখে হৃদয়ের উষ্ণতা অনুভব করেছি
আমরা যেন হারিয়ে গেছি সুরে, দূরে বহুদূরে ।
আচ্ছা তোর কিছু ইচ্ছে করেছিল ?
আমার খুব ইচ্ছে করেছিল হাত ধরে বসি ;
আচ্ছা হাত ধরলে তুই রাগ করতি?
তোর কি মনে হতো তখন?
একটা পুরুষের হাতের লিপ্সা নাকি একটা স্পর্শ
যে হাতের স্পর্শ বুঝেনা,পুরুষ বুঝেনা-নারী বুঝেনা
বুঝে শুধু বুকের কম্পন ।
আমি তো তোর প্রেমিক ছিলাম না
হয়তো শুধুই একটা মানুষের হাত অনুভব করতি
তবু আমি হাত ধরার ইতস্ততা কাটাতে পারিনি ,
যদি তুই লিপ্সা ভাবিস, তোর যদি ভাল না লাগে।
শুনেছি কষ্ট পেলে মানুষ দূরে সরে যায়
তুই ও কি যেতি ?
আমার ভয় হচ্ছিলো - হারানোর ভয়, ভুল বোঝার ভয়;
তবু এতোটা ইচ্ছে করছিলো যে, ধরাটাই হয়তো শ্রেয় ছিল ।
মনে হয় ,তোর আর আমার , আমাদের ও প্রেম ছিল
হিয়ার ভেতর লুকিয়েছিল দেখতে পাইনি,
ঠিক পরক্ষনেই ভাবি, নাহ, এ হয় না।
আচ্ছা অমন কি হয়না , হতে পারেনা ?