আমি পারিনা তোমাদের স্রোতে ভেসে যেতে
গতিময় জীবনের আবেগগুলো আমার
স্রোতহীন মৃৎ নদীর তটে,
বসন্ত জুড়ে প্রজাপতির ডানায়
সোনা রাঙ্গা রোঁদ মুছে গেছে
মিছে বেঁচে থাকার অভিনয়ে ,
আমি চাইনা নিজেকে ভুলে যেতে
মিছে রঙ্গের আস্তরে ।
আমার একলা জেগে থাকায়
স্বপ্নে দেখা সুখের মত
অবুঝ প্রেমের ছেলেমানুষি নেই ।
আমার রাত কেটে যায়
ভোরের আলোর রহস্য ভাবতে ভাবতে
ভাঙ্গা পিয়ানোটা আগের মত করে নিতে,
একটা নতুন সুর শুনাব বলে
গেয়ে যাই একটা বেচে থাকার গান ।
আমি পারি না চোখ বুজে বাচতে,
অসহায় জীবন সয়ে সয়ে ক্ষয়ে জেতে
সুদিনের আশায় জীবনগুলো আগুনে পোড়াতে ।
আমি পারিনা তোমাদের স্রোতে ভেসে যেতে
আমি যন্ত্র নই,ভাঙ্গা কোনো সপ্ন নই
তাই বাধি একটা বেচে থাকার গান ।